নিজস্ব প্রতিবেদকঃ বিনা মূল্যে, বিনাশ্রম ও বিনা বেতনে দ্বীনের খেদমত করা জামাত “তাবলীগ জামাত” র চিল্লায় এসে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম মাহারা পাড়া জামে মসজিদে তাবলীগ জামাতে এসে মসজিদে তাহাজ্জুদের নামায পড়া অবস্থায় কাজিম উদ্দীন (৭০) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাবলীগ জামাতের অন্যান্য সাথীদের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে সে তাহাজ্জুদের নামাজ পড়াকালীন সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁহার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামে। বাবার নাম মৃত নছির উদ্দীন।
সূত্রে জানা যায়, মরহুমের পরিবারের অনুমতিক্রমে আজ বিকেল ৩.০০ ঘটিকায় মাহারা পাড়ায় জানাযার নামায শেষে মাহারা পাড়া কবরস্থানে তাহাকে দাফন করা হবে।