Friday, September 13, 2024
HomeNewsমধ্যেরাতে হঠাৎ ভূমিকম্প

মধ্যেরাতে হঠাৎ ভূমিকম্প

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে এই কম্পন অনুভূত হয়।

এতে ট্রেন লাইনে বন্ধ হওয়া এবং মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে গেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিবা প্রশাসনিক এলাকা। এই অঞ্চলটি টোকিওর পূর্বে অবস্থিত। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প হয়।

তবে কোনও সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে এনএইচকে।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।

মৃদু কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানেও।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।

Related News

2 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!