Monday, July 15, 2024
HomeNewsবড় মহেশখালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বাবুল

বড় মহেশখালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান বাবুল

নিজস্ব প্রতিবেদকঃ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল।

১৩ অক্টোবর (বুধবার) রাতে বড় মহেশখালী ইউনিয়নের হিন্দু পাড়া, দেবাঙ্গা পাড়া, শীল পাড়া সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল উপস্থিত সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবাই আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে এটাই আমরা চাই।

পূজা উদযাপন নিয়ে আমাদের মধ্যে কোন শঙ্কা নেই। পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসময় তিনি পূজা মণ্ডপ সহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনায় মন্দিরে আর্থিক অনুদান সহ সবসময় পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন ফারুখ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজার নিরাপত্তায় সর্বদা স্ব সশস্ত্র আনসার সহ ভিডিপি সদস্যরা নিয়োজিত রয়েছে। সে-ই পুরো মহেশখালীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা সহ প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, সবাইকে আহ্বান করবো, কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কোনো কিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উপজেলা প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের জানাবেন।

পরিদর্শনকালে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল, মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন ফারুখ, ইউনিয়ন পরিষদের সচিব, সকল এমইউপি সদস্য, গ্রাম আদালত সহকারী, আনসার ও ভিডিপি সদস্য, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মালেক, গ্রাম পুলিশের সদস্য সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!