HomeSportsব্রাজিলের দল ঘোষণা; জায়গা হয়নি তিন তারকা ফুটবলারের

ব্রাজিলের দল ঘোষণা; জায়গা হয়নি তিন তারকা ফুটবলারের

চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া কাতারে ফুটবল বিশ্বকাপ-২০২২ শুরু হতে আর বেশি দিন বাকি নেই আর।

ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এরই মধ্যে সোমবার (৭ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। দলে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। এছাড়া লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি স্কোয়াডে।

২৬ সদস্যের ব্রাজিল দলঃ

ব্রাজিল এর চূড়ান্ত দল ঘোষণা করলেন, কোচ তিতে।

গোলকিপারঃ অ্যালিসন, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডারঃ সিলভা, মারকুইনহোস, মিলিতাও, দানিলো, ব্রেমার, আলভেস, সান্দ্রো, টেলেস।

মিডফিল্ডারঃ ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, পাকুয়েতা, রিবেইরো, ব্রুনো।

এট্যাকারঃ নেইমার, জেসুস, রাফিনহা, রিচার্লিশন, ভিনিসিয়াস, এন্টনি, মার্টিনেলি, পেদ্রো, রদ্রিগো।

Related News

Popular News

error: Content is protected !!