HomeSportsবিপিএলে দুটি ম্যাচের সময় পরিবর্তন

বিপিএলে দুটি ম্যাচের সময় পরিবর্তন

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১১তম আসর শুরু হতে যাচ্ছে আজ। তবে আসর শুরুর পরদিন ৩১ ডিসেম্বর বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানায়।

বিপিএল-এর প্রথম ম্যাচের সময়সূচি দেড় ঘণ্টা এগিয়ে রাখা হয়েছে, যা আগে বেলা ১:৩০-এ শুরু হওয়ার কথা ছিল, সেটি হবে বেলা ১২:০০ টায়। খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটি হবে নতুন সময় অনুযায়ী। দ্বিতীয় ম্যাচের সময়ও পরিবর্তন করা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে এটি শুরু হবে বিকেল ৫টায়। সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি বিকেল ৫টায় মাঠে গড়াবে।

এই সময়সূচি পরিবর্তন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৩১ ডিসেম্বরের থার্টি ফাস্ট অনুষ্ঠান উপলক্ষে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে করা হয়েছে।

এছাড়া, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট পাওয়া যাবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে।

Related News

Popular News

error: Content is protected !!