Monday, September 9, 2024
HomeEducationবদলে গেছে; জজাউল এহেসান

বদলে গেছে; জজাউল এহেসান

বদলে গেছে
জজাউল এহেসান

সময়ের তালে জীবন সব বদলে গেছে,
যেন বদলে গেছে সকল মানুষ।
মনে পড়ছে এখন বাবার কথা,
রঙিন নয় বাস্তবতা,
বাস্তবতা বড়োই কঠিন।
নিজ পায়ে না দাঁড়াতে পারলে,
সমাজ তোরে করবে বিলীন।

অহংকারী কথার টানে সুর সব বদলে গেছে,
যেন বদলে গেছে সকল রূপ।
মনে পড়ছে এখন বাবার কথা,
থাকবে না-গো মানব স্বরূপ,
হবে সবাই বহুরূপী
সপ্নের উর্ধ্বে পৌঁছাতে না পারলে,
বদলে দেবে তুর জীবন কুঁড়ি।

কালের যবনিকায় বদলে গেছে সব শব্দ মালা,
যেন বদলে গেছে ক্ষণিকের ছায়া-প্রচ্ছায়া।
মনে পড়ছে এখন বাবার কথা,
থাকবে না এই অভিধানের লেখা,
গ্রাস করবে ঐ চাতকেরা।
যদি যত্ন করে রাখতে না পারিস,
প্রতিক্ষণের এই মায়ার প্রহেলিকা।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!