ডেস্ক রিপোর্টঃ
বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন পর্যটন নগরী কক্সবাজারের কৃতি সন্তান কবি মুহুম্মদ নুরুল হুদা।
তিন বছরের জন্য তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
১২ জুলাই (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নুরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।
প্রসঙ্গত, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এর পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।