Tuesday, December 10, 2024
HomeNewsবাংলাদেশ মানবাধিকার ফোরাম-কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মানবাধিকার ফোরাম-কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ মানবাধিকার ফোরাম কক্সবাজার শাখার জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

০৮ আগষ্ট (রবিবার) বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ননী গোপাল দাশের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ মানবাধিকার ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিশেষ সুপারিশক্রমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এডভোকেট মোঃ তৌহিদুল এহেছান (সিজান) কে আহবায়ক ও সাংবাদিক
মোঃ এরফান হোছাইন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

যুগ্ম আহবায়ক যথাক্রমে -যুগ্ন মোহাম্মদ হোসাইন মাসুম (মহেশখালী), যুগ্ম আহবায়ক -মোঃ সেলিম উদ্দিন,যুগ্ম আহবায়ক- আরিফুল্লাহ নুরী, যুগ্ম আহবায়ক- অন্তর দে বিশাল।

সদস্য -এড.স্বপন কান্তি দে, ডালিম বড়ুয়া, মাহাবুবুর রহমান, মোঃ হোসেন মাসুম (কক্সবাজার) আসফাকুর রহমান, সদস্য- সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ তারেক ইকবাল, জসিম উদ্দিন ভুট্টো, ফাহমিদা মজুমদার , ফারুক আহমেদ (উখিয়া), পিয়াল দাশ এনি, আহমেদ সৈকত,রফিকুল ইসলাম সোহেল খান, কামরুল হাসান (চেয়ারম্যান), সদস্য – জয় বৈদ্য, আজিজ সিকদার, সাদ্দাম হোসেন (চবি), মোস্তাফা কামাল (চবি), এড মোঃ শহীদুল ইসলাম, এড. মনির মামুন, এম আব্দুল মান্নান, এড. আবু বক্কর সিদ্দিকী, ফজলে আজিম মোঃ ছিবগাতুল্লাহ, মিজবাহ উদ্দিন ইরান, মোহাম্মদ কাইছারুল ইসলাম।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!