HomeNewsবাংলাদেশ প্রগতি লেখক সংঘের কক্সবাজার জেলা শাখা গঠন

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কক্সবাজার জেলা শাখা গঠন

বার্তা পরিবেশকঃ বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কক্সবাজার জেলা শাখার নব কমিটতে কবি জাহেদ সরওয়ার কে আহবায়ক এবং কবি ও সাংবাদিক নুপা আলম কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কবি জাহেদ সরওয়ার আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের কক্সবাজার জেলা এডিটর ও সাংবাদিক নুপা আলম চ্যানেল ২৪ স্যাটেলাইট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিন এর বার্তা সম্পাদক।

আজ ১৩ সেপ্টেম্বর (সোমবার) কবি মানিক বৈরাগী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক কবি রাহমান মুফিজ।

কমিটির অনন্য সদস্যরা হলেন-মানিক বৈরাগী,নীলোৎপল বড়ুয়া, তাপস মল্লিক, রিদুয়ান আলী,তাপস বড়ুয়া,কালাম আজাদ,ইয়াসির আরাফাত,ঋতিল মনীষা,মনতোষ বেদাজ্ঞ,অন্তিক চক্রবর্তী, অণুরনন সিফাত প্রমুখ।

Related News

Popular News

error: Content is protected !!