Tuesday, September 10, 2024
HomeIslamicবছরের কোনদিন লাইলাতুল ক্বদর?

বছরের কোনদিন লাইলাতুল ক্বদর?

প্রত্যেকটি মুসলমানের জন্য আল-কুরআন একটি মহিমান্বিত গ্রন্থ। যা স্বয়ং মানবজাতির রব, মহান আল্লাহ্ তায়া’লার ভাষ্য! যে কুরআন নাযিল করা হয় আমাদের রাসূল, শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (স)-এর উপর। প্রায় সকল মুসলিমই জানেন এই আসমানী কিতাব নাযিল করা হয় ক্বদরের রাত্রিতে। কিন্তু বছরের কোন রাত্রি ক্বদরের রাত তা নিয়ে সুস্পষ্ট ধারণা আমাদের আছে কি?

নিঃসন্দেহে বলা যাই, বছরের শ্রেষ্ঠ রাত্রি কদরের রাত্রি। স্বয়ং আল্লাহ্ তায়ালা কুরআন মাজীদে বলেন,

সূরা আল-কাদর | আয়াত নং ৩
” লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।”

অন্য আয়াত থেকে জানা যায়-

সূরা আল-বাকারাহ | আয়াত নং- ১৮৫
“রমাদান মাসে কুরআন নাযিল করা হয়েছে।”

উপরোক্ত আয়াতসমূহের উপর ভিত্তি করে এটা পরিষ্কার যে, রমাদান মাসের যেকোনো একদিন ক্বদরের রাত হবে। এখন মহানবী মুহাম্মদ (স) এর হাদিস অনুসন্ধান করে জানা যাই-

◾(সহিহ বুখারী| ২০২০| আধুনিক প্রকাশনীঃ ১৮৭৭| ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৯০)

🔹আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত।
“তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন এবং বলতেনঃ তোমরা রমাযানের শেষ দশকে লাইলাতুল কদর [ক্বদর] অনুসন্ধান কর।”

◾(সুনানে ইবনে মাজাহ ১/১৭৬৬ | সহীহুল বুখারী ২০১৮| মুসলিম ১১৬৭| নাসায়ী ১৩৫৬| আবূ দাউদ ১৩৮২|  আহমাদ ১০৬৫০, ১০৮০২, ১১১৮৬, ১১৩০৭ | মুয়াত্তা মালেক ৭০১| তাহকীক আলবানীঃ সহীহ)

🔹আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত।
“তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রমযান মাসের মধ্যম দশকে ই‘তিকাফ করেছিলাম। তিনি বলেনঃ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল; পরে তা আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমযান মাসের শেষ দশকের বেজোড় রাতসমূহে তা অনুসন্ধান করো।”

এখন উপরোক্ত বর্ণনা থেকে এটাই বলা যায়, রাতটি রমাদানের শেষ দশ রাতের একদিন হবে। বেজোড় রাতগুলো হওয়ার সম্ভাবনা বেশি।

পক্ষান্তরে আমাদের সমাজে যেটার প্রচলন আছে তা হলো শুধুমাত্র সাতাশ রমাদানের রাতটাকে ক্বদর হিসেবে মানা। মানছি এটা বেজোড় রাত, তবে নিশ্চিতভাবে বলা যায় কি? জানি এর স্বপক্ষে যুক্তি আছে, সহিহ দলিল আছে। এটা নিশ্চয় জানেন না, সাতাশের পাশাপাশি অন্যান্য বেজোড় রাতগুলোর লাইলাতুল ক্বদর হওয়ার পক্ষেও নির্দিষ্টভাবে সহিহ দলিল আছে। এমনকি জোড় রাত্রির পক্ষেও দলিল আছে। নিম্নে সেসব দলিল দেওয়া হল-

২১ রমাদান– (সহিহ মুসলিম- ২৬৬১, ইসলামিক ফাউন্ডেশন ২৬৩৮, ইসলামীক সেন্টার ২৬৩৭)

২৪ রমাদান– (সহিহ বুখারী- তাওহীদ ২০২২, আধুনিক প্রকাশনীঃ ১৮৭৯-১৮৮০, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৯২)

২৫, ২৭, ২৯ রমাদান– (সহিহ বুখারী- তাওহীদ ২০২১, আধুনিক প্রকাশনীঃ ১৮৭৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৯১)

২৭ রমাদান– (সহিহ মুসলিম- ১৬৭০, ইসলামী ফাউন্ডেশন ১৬৫৫, ইসলামীক সেন্টার ১৬৬২)

তাই বলছি, এটা নিশ্চিতভাবে বলা ভুল হবে যে, শুধু ২৭ রমাদানের রাতই ক্বদরের রাত। এই রাত আমাদের অনুসন্ধান করতে হবে, যেমনটা আমাদের রাসূল (স) করেছেন, রমাদানের পুরো শেষ দশকে।

Related News

1 COMMENT

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!