একটু লজ্জায় সারাজীবনের ইবাদত বরবাদ হতে পারে তাই ফরজ গোসলের সঠিক নিয়ম জেনে নিন। অনেকে গুগলে খুঁজতে থাকে এই বলে যে ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। তাহলে চলুন আজকে আমরা ফরজ গোসলের সঠিক নিয়ম ও নিয়ত সম্পর্কে জেনে নিই।
যে সব কারণে গোসল ফরজ হয় :
- স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
- সহবাসে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
- মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
গোসলের ফরজ কয়টি?
গোসলের ফরজ তিনটিঃ
১. গড়গড়াসহ কুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌছে।
২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো।
৩. সমস্ত শরীর উত্তম রুপে ধৌত করা।
বিভিন্ন সময়ে ফরজ গোসলের নিয়ম রয়েছে তবে এর মধ্যে কয়েকটি হচ্ছে – সহবাসের পর ফরজ গোসলের নিয়ম, মাসিকের পর ফরজ গোসলের নিয়ম এবং রমজানে ফরজ গোসলের নিয়ম। সব গুলোর আলোকে নিচে ফরজ গোসলের সঠিক নিয়ম কানুন আলোচনা করা হলো।
ফরজ গোসলের সঠিক নিয়মঃ
১। গোসলের নিয়ত করা। তবে নিয়ত মনে মনে করলে হবে। আরবী কোনো দোয়া পড়া বিদআত।
২। ‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা।
৩। দুই হাত কবজি পর্যন্ত ধোয়া। (বুখারী–২৪৮)
৪। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা। (বুখারী–২৫৭)
৫। বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেওয়া। (বুখারী–২৬৬)
৬। নামাজের ওজুর মতো ভালভাবে পূর্ণরূপে ওজু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। (বুখারী–২৫৭, ২৫৯, ২৬৫)।
৭। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। (বুখারী–২৫৮)।
৮। পুরো শরীরে পানি ঢালা; প্রথমে ডানে ৩ বার, পরে বামে ৩ বার, শেষে মাথার উপর ৩ বার। (বুখারী–১৬৮)।
(যেন শরীরের কোন অংশ বা কোন লোমও শুকনো না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে)।
৯। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোয়া। (বুখারী–২৫৭)
এটাই হচ্ছে ফরজ গোসলের পরিপূর্ণ পদ্ধতি।
উল্লেখ্য, এইভাবে গোসল করলে এর পরে নামায পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবেনা, যদি না গোসল করার সময় ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে।
গোসলের পরে কাপড় পরিবর্তন করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙ্গবে না, এটা ওযু ভঙ্গের কারণ না।
আল্লাহ আমাদের সঠিকভাবে ফরয গোসল করার ও এ জ্ঞান সকলের কাছে পৌছে দেয়ার তওফিক দান করুন। (আমিন)
অন্যান্য আমল সম্পর্কে জানতে চোখ রাখুন মহেশখালী ট্রিবিউন এর ইসলামিক পেইজে। ভিজিট করতে এখানে ক্লিক করুন।
প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে তবে আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।