Wednesday, September 18, 2024
HomeEducationপ্রতিজ্ঞা- জিয়াউল মোস্তফা জিসান

প্রতিজ্ঞা- জিয়াউল মোস্তফা জিসান

প্রতিজ্ঞা- জিয়াউল মোস্তফা জিসান

আমি আর অতো শত কাব্য চাই না,
কেবল তোমাকে চাই।
তোমাকে একবার পাওয়া হয়ে গেলে –
যদি না পাওয়ার আস্বাদনে ভুগি,
তবে সহস্রবার তোমাকেই যেন পাই।

হৃদয়ের করিডোরে ঠিক বাঁ পাশটায়,
তোমার নামে –
এক মোহনীয় আল্পনা করে রেখেছি।
তাতে স্পষ্ট লেখা,
ওহে প্রিয়তমা, আমাদের এই
ভালোবাসার ইতিতে নেই দাড়ি কিংবা কমা।

আমি শুনেছি নীল অস্পরী হয় বলে –
কোনো কোনো প্রিয়তম তার
প্রেমিকার ডাক নাম দেয় নীলা কিংবা নীলাঞ্জনা।
তবে আমি না হয় তার ব্যতিক্রম হলাম।
আমি তোমায় প্রেমিকা বলে জানি!

একদিন গোধূলি নামার প্রাক্কালে –
আমাদের সাক্ষাৎ হোক এমন দিন।
যেন মিটিয়ে নিতে পারি শেষে,
এ জনমের সবটুকু ঋণ।

Related News

2 COMMENTS

  1. […] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৬ষ্ঠ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৭ম), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি […]

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!