Monday, May 20, 2024
HomeNewsপুসাহ'র ম্যাগাজিন 'দ্বীপাঞ্চল'র মোড়ক উন্মোচন ও মিলনমেলা সম্পন্ন

পুসাহ’র ম্যাগাজিন ‘দ্বীপাঞ্চল’র মোড়ক উন্মোচন ও মিলনমেলা সম্পন্ন

মুহাম্মদ হেদায়ত উল্লাহঃ

পাহাড়বেষ্টিত দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) কর্তৃক আয়োজিত ‘পুসাহ’র প্রথম ম্যাগাজিন ‘দ্বীপাঞ্চল’ এর মোড়ক উন্মোচন ও পাবলিকিয়ানদের মিলনমেলা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ জুলাই (বৃহস্পতিবার) হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মিলনমেলা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুসাহ’র সভাপতি নুরুল মোস্তফা হৃদয় (চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়) এর সভাপতিত্বে ও পুসাহ’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন আকাশ (ইসলামী বিশ্বিবিদ্যালয়, কুষ্টিয়া) এবং পাঠাগার বিষয়ক সম্পাদক, নিশাত তাসনিম রিফা (চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহমুদ কামাল (চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়)।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুসাহ’র উপদেষ্টা মোহাম্মদ ছরওয়ার কালাম (অধ্যক্ষ হোয়ানক কলেজ), মোহাম্মদ এহছান আলী (সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত, হোয়ানক কলেজ), ফরিদ আহমদ (সহকারী অধ্যাপক, হোয়ানক কলেজ), এ.এম. শহীদুল এমরান (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড), মুহাম্মদ আবু তাহের (উপাধ্যক্ষ, পারাংগিয়া ইসলামি রব্বানি মহিলা ফাজিল মাদ্রাসা), লোকমান হাকিম (প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড), এডভোকেট মোঃ নাজমুস সাকিব (আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট), মোঃ আহাসান উল্লাহ (প্রজেক্ট ম্যানেজার, এলোকেশন সেন্টার, ঢাকা), মুহাম্মদ মানিক (সভাপতি ডুসাম)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসাহ’র সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ইংরেজি ভাষায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসাহ’র ক্রীড়া সম্পাদক গোলাম আজম।

উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কার্যনির্বাহী পরিষদের
সহ-সভাপতি পুসাহ ও দ্বীপাঞ্চলের সম্পাদক মুহাম্মদ হেদায়ত উল্লাহ, পুসাহ’র মিডিয়া সম্পাদক খাইরুল আমিন নয়ন।

তাছাড়া সাবেক পাবলিকিয়ান অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

পরে পুসাহ’র ম্যাগাজিন দ্বীপাঞ্চলের মোড়ক উন্মোচন করেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!