HomeSportsপাকিস্তানের বিপক্ষে টাইগারদের স্কোয়াড ঘোষণা। নেই মুশফিক,সৌম্য, লিটন

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের স্কোয়াড ঘোষণা। নেই মুশফিক,সৌম্য, লিটন

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বহুল প্রতীক্ষিত এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত দুই ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকারের।

তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও নেই দলে। এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না।

অন্যদিকে টেস্ট সিরিজের বিবেচনায় মুশফিক রয়েছেন বিশ্রামে। ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী।

এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। বাংলাদেশ স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী।

Related News

Popular News

error: Content is protected !!