Thursday, October 10, 2024
HomeNewsBangladeshপরী মনি'র জন্মদিনঃ দিনে এতিমখানায়, রাতে পাঁচ তারকা হোটেলে আয়োজন

পরী মনি’র জন্মদিনঃ দিনে এতিমখানায়, রাতে পাঁচ তারকা হোটেলে আয়োজন

বিনোদন ডেস্কঃ

কারামুক্ত হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন চিত্রনায়িকা পরীমণি যাপিত জীবনে প্রভাব পড়বে। দমে যাবেন তিনি, গুটিয়ে নেবেন ব্যক্তিজীবনের সব আয়োজন থেকে।

কিন্তু না, পরীমণি তার ব্যক্তিগত জীবনকে আগের মতোই উদযাপনের মধ্যে রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। ব্যস্ত রেখেছেন নতুন নতুন সিনেমার শুটিংয়েও।

তারই ধারাবাহিকতায় এবারের জন্মদিনও বিগত বছরের ন্যায় আয়োজন করেই পালিত হবে বলে জানিয়েছেন।

২৪ অক্টোবর (রবিবার) তাঁর জন্মদিন। প্রতিবছর পরীমণি তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। থাকছে এ বছরও।

এবারের আয়োজনে পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি।

গেলো বছর ধুমধামে পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তার আগেরবার হোটেলে সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তাই পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতুহলী ছিলেন তার ভক্তরা।

২৩ অক্টোবর (শনিবার) পরিমণি জানালেন, কাল তার জন্মদিনের আয়োজন হবে রাজধানীর পাঁচ তারকা হোটেলে।

ইতোমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে সন্ধ্যার পর থেকে ওই পাঁচতারকায় বসবে লাল-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন।

তবে সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকাল ১০ টার সময় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কাটবেন, বিতরণ করবেন বিভিন্ন উপহারসামগ্রী।

এদিকে পরীমণি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এর শুটিং করছেন। ২৪ তারিখেও গুনিনের শিডিউল দেওয়া ছিলো তার। তবে দিনটি জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন এ নায়িকা।

পরীর হতে এখন বেশ কয়েকটি সিনেমা। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মাসহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!