Monday, October 7, 2024
HomeNewsইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন এর সন্ধান

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন এর সন্ধান

অবশেষে তিন দিন পর খোঁজ পাওয়া গেছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন টির। ৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

২৪ এপ্রিল (শনিবার) ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল ইউদো মারগোনো সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টর্পেডো মহড়ায় অংশ নিয়ে গভীর সাগরে ডাইভ দিয়ে বুধবার নিখোঁজ হয় কেআরআই নাঙ্গগালা-৪০২ নামের ওই সাবমেরিনটি। সাবমেরিনটিতে ৭২ ঘণ্টার অক্সিজেন ছিল। তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও সাবমেরিনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

২৪ এপ্রিল (শনিবার) অবশেষে ওই সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সাবমেরিনের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম যেমন- স্পঞ্জেস, গ্রিজ বোতল এবং নামাজের জন্য ব্যবহৃত সামগ্রী পেয়েছেন।

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন এর সন্ধান গেছে তবে এখনো আরোহীদের পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাডমিরাল ইউদো।

সাবমেরিন ইংরেজিতে Submarine শব্দের অর্থ ডোবোজাহাজ। যা পানির নিচেও চলতে পারে।

সাবমেরিন কি কাজে লাগে

 সাধারণত নৌবাহিনীরা এটি ব্যবহার করে থাকে সমুদ্র পথে। সাবমেরিন দিয়ে যুদ্ধের সময় সমুদ্র পথে আক্রমণ করে। এছাড়া সমুদ্র পর্যবেক্ষণে এটি যতেষ্ট কাজে দেয়।

বাংলাদেশ চীনের কাছ থেকে দুটি সাবমেরিন নিয়েছে। বাংলাদেশ চীনের কাছ থেকে নেওয়া সাবমেরিন দুটির নাম নবযাত্রা এবং জয়যাত্রা।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!