সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের মহেশখালী পুরাতন জেটিঘাটের কাঠের অংশ ভেঙে মহিলা সহ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, ৮ অক্টোবর বিকেলে- কক্সবাজার থেকে একসাথে ৪/৫ টি স্পীড বোট ১ টি ও গাম বোটে এসে মহেশখালী পুরাতন জেটি ঘাটে এসে পৌঁছে। এসময় প্রায় ১’শ জনের অধিক যাত্রী তাড়াহুড়ো করে জেটি ঘাটস্হ কাঠের অংশে উঠে পড়লে মুহূর্তেই ভেঙে যায় জেটির কাঠের অংশ।
এসময় ১০/১২ জন যাত্রী পানিতে পড়ে গেলেও মহিলা সহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ- জোয়ারের সময় কোনো রকম বোট সরাসরি জেটি ঘাটের মূল অংশে এসে নোঙর করলেও, ভাটার সময় মূল জেটি ও কাঠের অংশ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামাতে হচ্ছে। দিন দিন খাল ভরাট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা, হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ জণগণকে।
এমতাবস্থায়- খাল দ্রুত খনন ও জেটি ঘাটের অনিয়ম দূর্নীতির লাগব ও ঝুঁকিপূর্ণ জেটি সংস্কার করে নিরাপদ যাত্রী পারাপার সেবা নিশ্চিত করতে স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ছবিঃ মিসবাহ্ ইরান