Tuesday, September 10, 2024
HomeEducationদ্বীপভাস্কর পাঠাগারটি নির্মাণে মানবিক সহায়তার জন্য আবেদন।

দ্বীপভাস্কর পাঠাগারটি নির্মাণে মানবিক সহায়তার জন্য আবেদন।

দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব জাগিরাঘোনায় **দ্বীপভাস্কর ফাউন্ডেশন** সামাজিক সংগঠনের উদ্যোগে পাঠাগার নির্মাণে মহেশখালীবাসীর কাছে সাহয্যের আবেদন করেছেন।

দ্বীপভাস্কর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, গতবছর করোনাকালীন সময় থেকে তাঁরা বিভিন্ন প্রকার ত্রাণ সহায়তা প্রদান করেছে অসহায় দরিদ্র মানুষদের মাঝে। তাঁরা বড় মহেশখালী ইউনিয়নে একটি পাঠাগার তৈরি করতে যাচ্ছে। পরবর্তীতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাঠাগার তৈরি করার পরিকল্পনা রয়েছে উক্ত সংগঠনটির।সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার সাথে সাথে গুণগত শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা প্রচেষ্টারত।

তাঁদের প্রথম পাঠাগার সম্পূর্ণ কাজ শেষ করতে তাঁরা দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি ভাইদের সহযোগিতা কামনা করেছেন ।

সহায়তা প্রদান : 01867497947-বিকাশ/নগদ

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!