নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো আবছার বাহিনীর প্রধান, ১৯ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে শহর ফাঁড়ির একদল পুলিশ শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী নূরুল আবছার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া (বাছামিয়ার ঘোনা) এলাকার রশিদ ড্রাইভারের পুত্র
তার বিরুদ্ধে মারামারির মামলা ০৪টি, অস্ত্র মামলা ০২ টি, দ্রুত বিচার ০১ টি, দস্যুতা মামলা ০২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯ (উনিশ) টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।