নিজস্ব প্রতিবেদকঃ মহেশখালী থানা পুলিশের অভিযানে ৫জন রোহিঙ্গা নারীকে আটকের খবর পাওয়া গেছে।
১০ ডিসেম্বর (শুক্রবার) রাত ২টার দিকে মহেশখালী থানার এসআই মনিষ সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় মহেশখালী থানা পুলিশের একটি টিম।
এসময় ছোট মহেশখালী ইউনিয়ের উত্তরকুল দক্ষিণ পাড়াস্থ মকছুদ মিয়া প্রকাশ মোচ্ছোর বাড়ীতে অভিযান পরিচালনা করে মোচ্ছো কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, ছোট মহেশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার রাহমত আলম ও আবুল হাশেম গং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা তরুণীদের লোভ দেখিয়ে নিয়ে আসে এবং মোচ্ছোর বাড়ীতে এনে জমা রাখে।
পরে ওখান থেকে বিভিন্ন জায়গায় পাচার করে।
এব্যাপারে মহেশখালী থানার এসআই মনিষ সরকারের সাথে কথা হলে তিনি জানান, উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৫জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।