HomeNewsঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ডুসামের নেতৃত্বে সালাহউদ্দিন-ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ডুসামের নেতৃত্বে সালাহউদ্দিন-ফখরুল

প্রেস বিজ্ঞপ্তিঃ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যসোসিয়েশন মহেশখালী (ডুমাস) এর সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

১০ই ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মহেশখালী (ডুসাম)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালাহউদ্দীন রহমান সাগর, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ফখরুল ইসলাম।

পরে বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করেন ডুসামের সাবেক সভাপতি বেলাল হোসাইন। তিনি দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য নির্দেশনা দেন।

উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাবেক ছাত্রলীগ নেতা রেজা আল নাহিয়ান, ডুসামের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদ্য সাবেক সভাপতি মোঃ মানিক এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ ফাহিম সহ ডুসামর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি সালাহউদ্দিন রহমান হোয়ানক ইউনিয়নের পানির ছড়া ও সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম হোয়ানক ইউনিয়নের বড় ছড়া গ্রামের কৃতি সন্তান।

Related News

Popular News

error: Content is protected !!