Sunday, November 10, 2024
HomeEditorialডাক্তার তানজিন আশরাফি'র সফলতায় অভিনন্দন

ডাক্তার তানজিন আশরাফি’র সফলতায় অভিনন্দন

ডাক্তার তানজিন আশরাফি কে মহেশখালী ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া গ্রামের বাসিন্দা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এনামুল করিমের  সুযোগ্য কন্যা ডাক্তার তানজিন আশরাফি বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করায় ‘মহেশখালী ট্রিবিউন‘ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

 

গর্বিত পিতা-মাতা

উল্লেখ ক্যাপ্টেন ডাক্তার তানজিন বীর মুক্তিযোদ্ধা ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট ফয়জুর করিমের নাতনি, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী এড. আনছারুল করিমের ভাতিজি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ  নোমানের ছোট বোন।

 

গর্বিত ভাই-বোন

 

 

Related News

1 COMMENT

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!