স্টাফ রিপোর্টারঃ
দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু গ্রেফতার ও অস্ত্র, রাম দা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
২৭ ডিসেম্বর (সোমবার) সকালে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও ১টি রাম দা উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায়, স্হানীয় জেলেরা ২৭ ডিসেম্বর (সোমবার) সকালে সোনাদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরের অদূরে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিতে দেখতে পান।
এসময় তারা বিষয় টি স্থানীয় কুতুবজোম ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য একরাম কে বিষয় টি অবহিত করলে, একরাম দ্রুত মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই’কে বিষয় টি জানান।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই থানা পুলিশের একটি ইউনিট কে ঘটনাস্থলে পাঠান। পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় সোনাদিয়া পশ্চিম চ্যানেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জন জলদস্যু’কে আটক করে।
আটককৃত জলদস্যুরা হলেন- সোনাদিয়া পশ্চিম পাড়ার মাহমুদুল হকের পুত্র মোঃ রাসেল (৩২), মাতারবাড়ী ইউনিয়নের নুরুল হোসনের পুত্র ওয়াজ উদ্দীন(২৭), আবুল হোসনের পুত্র মোঃ সাগর (২৫ )
আবুল হোসনের পুত্র আবদুল মালেক (৩৫ ) কক্সবাজারের নাজিরেরটেক এলাকার মিয়া হোসনের পুত্র রোহিঙ্গা শহিদ (২৩ )।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।