আজ লিওনেল মেসির জোড়া গোলে গেতাফের বিপক্ষে ৫ – ২ এর বড় ব্যবধানে জিতেছে বার্সা। মেসির জাদু দেখা মিলে ৮ মিনিটেই। যা ১২ মিনিটের লেংলিটের আত্মঘাতী গোলের কারণে সমতায় চলে আসে। পরবর্তীতে ২৮ মিনিটে গেতাফে-র হয়েও আত্মঘাতী গোল করে বার্সেলোনার গোলের হিসেব মিটিয়ে দেয়। আবার ৩৩ মিনিটে মেসি গোল করে লিডটা বাড়িয়ে নেয়।
তবে আশ্চর্যের বিষয় ছিল, নিজের হ্যাট-ট্রিক উপেক্ষা করে গ্রিজমানকে শেষ মূহুর্তে পেনাল্টি নিতে দেয় মেসি। যাতে গ্রিজমান গোলও করে। বার্সার হয়ে আরেকটি গোল করে রোনাল্ড আরাজো। যদিও ৬৯ মিনিটে পেনাল্টি নিয়ে খেলার পরিস্থিতি কিছুটা নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছিল গেতাফে। কিন্তু শেষ রক্ষা আর হলো না বার্সার তুমুল এটেকের সামনে। দেখতে হলো ৫-২ এর হার।
এই জয়ের পর লা লিগায় ভালোই অবস্থানে আছে বার্সেলোনা।
বার্সেলোনা ৫ – ২ গেতাফে