টুইটারের পর পর এবার মেটার ১১ হাজার কর্মী ছাঁটাই করলো মেটা’র প্রতিষ্ঠাতা। আজ বুধবার (৯ নভেম্বর) থেকে এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে।
মার্কিন গণমাধ্যম দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে মেটা তার ১১ হাজার কর্মী ছাঁটাই এর সিদ্ধান্ত নিয়েছে আজ। এছাড়া পরিকল্পনা অনুযায়ী সর্বমোট ১৩ শতাংশ কর্মী ছাটাইয়ের আলোচনা রয়েছে।
বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির মোট কর্মীর ১৩ শতাংশ ছাটাইয়ের সাথে সাথে মেটা’র পক্ষ হতে এটাও জানানো হয় যে ছাঁটাই হওয়া কর্মীদের ১৬ সপ্তাহের মূল বেতন দিয়ে দেওয়া হবে।
মূলত সাম্প্রতিক সময়ে মেটার আয় উল্লেখযোগ্য পরিমান কমে গেছে। সেই সাথে টিকটক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতাও বাড়ছে দিন দিন। এই দৌড়ে কিছুটা পিছিয়ে আছেন মেটা। আবার চলতি বছরেই মেটা শেয়ার বাজারে প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার হারিয়েছে। তাছাড়া অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে না পারায় গত কয়েকদিন ধরেই কর্মী ছাঁটাই এর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তাছাড়া নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্তও বাতিল করা হয়। নতুন প্রকৌশলী নিয়োগের মাত্রা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়।