১৯২০ এর ১৭ মার্চ জন্ম
অদম্য এক বীরের,
যার আগমন আভাস দিয়েছিল
স্বাধীন এক দেশের।
ছাত্রনেতা, জনদরদী
এই খোকারে দেখে,
আমজনতা পাগলপারা
তাঁকে ভালোবেসে।
মিটিং,মিছিল,জনসভায়
একাই একশো যিনি,
নেতৃত্বের বলিষ্ঠতায় মঞ্চ
কাঁপালেন তিনি।
ছোট্ট খোকার রাজনৈতিক প্রতিভা
প্রকাশ পেতে লাগলো যবে,
স্বাধীন দেশের ঘ্রাণ যেনো
পেতে লাগলো স’বে।
দিনকে দিন বনে গেলেন
সবার প্রিয় নেতা,
তিনিই সবার মধ্যমণি
অঘোর বরষায় ছাতা।
প্রজ্ঞা ও দূরদর্শিতার
অনন্য এই প্রতীক,
যখন জীবনে যাই করেছেন
সবই ছিলো সঠিক।
দেশ ও দশের তরে করেন
কতো হাজতবাস
তাঁর বন্দীত্ব ডেকে আনতো
দেশের সর্বনাশ।
দেশ-বিদেশে ছড়িয়ে যখন
৭ মার্চের ভাষণ
ভিনদেশীরা পারলো না আর
করতে দেশকে শাসন।
বাংলা বীরের গর্জন শুনে
শাসকগোষ্ঠি হঁটেছিলো পথ পিছু
অসীম সাহসী এই বীর
সব অপশক্তি করে ছাড়লেন নিচু।
প্রতিবছর এইদিনে
সব শিশুদের তরে,
উদযাপন করি ‘শিশু দিবস’
শ্রদ্ধায় ভরে তাঁরে।
লেখকঃ
শামীমা আখতার (শামীম)
প্রধান শিক্ষক
লাল মোঃ সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-
মহেশখালী,কক্সবাজার।
[…] পদে মনোনয়ন ফরম জমা দিলেন কামাল পাশা বঙ্গবন্ধুঃ ” অসীম সাহসী বীর “ মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ ৪৭ […]
[…] পদে মনোনয়ন ফরম জমা দিলেন কামাল পাশা বঙ্গবন্ধুঃ ” অসীম সাহসী বীর “ মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ ৪৭ […]
[…] হয় বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি […]
[…] সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাসরিন কে করোনাকালীন সময়ে […]