Monday, May 27, 2024
HomeNewsচিরনিদ্রায় শায়িত হলেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক শফিক উল্লাহ খাঁন

চিরনিদ্রায় শায়িত হলেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক শফিক উল্লাহ খাঁন

হাজারো জনতার উপস্থিতিতে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান। মহেশখালীর সাংবাদিকতা জগতের পথিকৃৎ মাওলানা শফিক উল্লাহ খান তাঁর মা-বাবার কবরের পাশে সাড়ে তিন হাত জায়গায় শায়িত হয়েছেন।

২২ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় তার গ্রামের বাড়ি ছোট মহেশখালী দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর সু্যোগ্য সন্তান হাফেজ আশরাফ উল্লাহ খাঁন।

জানাজা নামাজের পূর্বে সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খাঁন এর ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দিন খাঁন এর সঞ্চালনায় এসময় স্মৃতি চারণ ও সংক্ষিপ্ত আলোচনা করেন, সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর ছোট ভাই বাংলাদেশ গণ আজাদী লীগ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জনতার টেলিভিশনের এম.ডি মুহাম্মদ আতা উল্লাহ খাঁন, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ জাহান, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক শফিক উল্লাহ খাঁন এর বড় ভাই অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নাছির উল্লাহ খাঁন, মাওলানা শাকের উল্লাহ খাঁন, সাংবাদিক শফিক উল্লাহ খাঁন এর সুযোগ্য সন্তান ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক উল্লাহ খাঁন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদু ছামাদ, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান, ফরিদুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান ও আবদুচ ছালাম কাকলী, সাংবাদিক আমিনুল হক, জয়নাল আবেদীন,মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ, সাংবাদিক যথাক্রমে সাহাব উদ্দিন। মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শ ম ইকবাল বাহার চৌধুরী, এম বশির উল্লাহ, মকছুদুর রহমান, আবদুর রশিদ, মিছবাহ উদ্দিন আরজু, মোহাম্মদ হোবাইব সজিব, কায়সার হামিদ, এনামুল হক, সালমান এম রহমান ও ফারুক আজম প্রমূখ।

উল্লেখ্য, গতকাল ২১ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়ার বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা মকবুল আহাম্মদ এর সুযোগ্য সন্তান, মহেশখালী উপজেলার প্রথম পেশাদার সাংবাদিক শফিক উল্লাহ্ খাঁন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!