” ঘোর “
-রিয়াদ চৌধুরী
একটু,
আর একটু পাশে বসো!
না তা কি করে হয়?
একটু পরেই তিমির কেটে যাবে।
পাখিগুলোর হাঁক-ডাকে কর্মস্থলে যাবে যে যার যার মতো!
নামাজীরা মসজিদের পথে পা বাড়াবে,
পূজারিরা যাবে মন্দিরে।
এই পথ তোমার আমার থাকবে না!
লোকের চোখে কি এক কলঙ্ক, অনর্থক ঘটে যাবে।
হোক সে কলঙ্ক, ঘটে যাক অঘটন,
হয়ত একদিন এ পথে হারিয়ে যাবো জনতার ভীড়ে।
দুজনে ব্যস্ত হবো।
সমাজের চোখে অতীত থাকে না,
মিশে যাবো সমাজের কাতারে, আমরা সামাজিক হবো।
আর একটু পাশে বসো, আর একটু স্পর্শে আমায় উষ্ণতা অনুভব এনে দাও,
ঘড়িতে এলার্ম বাজে, এখনো মধ্যরাত।
কোথায় সে পথ? কোথায় তুমি?
নামাজীরা, পূজারিরা গেল কই?
কোথাও নাই কর্মব্যস্ততা,এখনো সবাই ঘুরে অচেতন।
শুধু আমার দেহটা জেগে আছে, এক অন্ধকুটিরে!
তবে কি আমি ঘোরে ছিলাম?