Tuesday, September 10, 2024
HomeNewsঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ। দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৯ জুন (মঙ্গলবার) মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহ্ফুজুর রহমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা ও সংবাদকর্মীর্ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝেও সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে বলে জানান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!