HomeNewsগোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; ৬ দোকান ভস্মীভূত

গোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; ৬ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পৌরসভার গোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ টি দোকান পুড়ে গেছে।

২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক পৌনে ১০’টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, গোরকঘাটা বাজারের আল সাব্বিরের ইলেকট্রনিকস দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ অগ্নিকাণ্ডে হাজ্বি নুরুল হক রড সিমেন্টের দোকান, মরহুম নজরুলের স্টুডেন্ট টেইলার্স, মিজানের আল সাব্বির ইলেকট্রনিকস দোকান, সিরাজের কম্পিউটারের দোকান, নয়নের কুলিং কর্ণার, মহিউদ্দিনের ইলেকট্রনিকস দোকান সহ ৬ টি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল সাব্বির ইলেকট্রনিকসের দোকানের ভিতরে আগুন দেখতে পেয়ে লোকজন আগুন আগুন বলে চিৎকার দিতে থাকলে পার্শবর্তী জলদাশ পাড়ায় লোকজন ছুটে এসে জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এলাকাবাসী সহ যৌথভাবে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এরই মধ্যে ৬ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।

Related News

Popular News

error: Content is protected !!