করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন দিয়ে সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতবছরের আদলেই হতে যাচ্ছে লকডাউন । তবে কি রকম হবে সে বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে সরকার।
এ লক্ষ্যে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। চূড়ান্ত করা হচ্ছে লকডাউন চলাকালীন বিধিনিষেধ ও নির্দেশনা। এগুলো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে কথা বলছেন বলে সুত্রে জানা যায়।
বেশিরভাগ মিটিং জুমে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রধানমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে আর কোনও উপায় না দেখে এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব চূড়ান্ত করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে প্রজ্ঞাপন।
আজ ১১ এপ্রিল (রবিবার) প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রাতে অথবা কাল সোমবার গতবছরের আদলেই লকডাউন হবে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা যায়।
সূত্র জানিয়েছে, কাঙ্ক্ষিত ফল না পাওয়া না গেলে লকডাউনের সময়সীমা বাড়তে পারে। এ সময় সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ মানতে হবে। এমন ইঙ্গিত পাওয়া গেছে সরকারের উচ্চ পর্যায় থেকে। এর আগে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণ ছুটির আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে পরবর্তীতে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে। সাধারণ ছুটি বা লকডাউন চলাকালীন কী কী নির্দেশনা মানতে হবে জারি করা পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।
উল্লেখ্য, গত বছর ২৬ মার্চ থেকে ঘোষণা করা সাধারণ ছুটির আদলেই হবে এবারের সাধারণ (Lockdown) ছুটি, এটি এক প্রকার নিশ্চিত। এ সময় সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কারা কাজ করবে সে বিষয় নিয়েও ওপরমহলে বিস্তর আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে। গতবছর মাঠে পুলিশ, বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনী ছিল। এবছর মাঠে সেনাবাহিনী থাকবে কিনা তা নিয়েও আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে।
গতবছর সাধারণ ছুটি চলাকালীন প্রথমে জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকলেও এক পর্যায়ে গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছিল। এবারও ‘কঠোর লকডাউনে’ পোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে এ খাতের চারটি সংগঠন।
এ দাবিতে রবিবার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করেছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি।
এর পরপরই বিকেলের দিকে বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহম্মদ হাতেম বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন, কঠোর লকডাউনেও গার্মেন্টসসহ শিল্প কারখানা খোলা থাকবে বলে কেবিনেট সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
[…] একধাপ এগিয়ে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ গতবছরের আদলেই হতে যাচ্ছে লকডাউন ‘মানবতার ঘরে’ কালের কন্ঠ শুভ সংঘ […]
[…] একধাপ এগিয়ে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ গতবছরের আদলেই হতে যাচ্ছে লকডাউন ‘মানবতার ঘরে’ কালের কন্ঠ শুভ সংঘ […]
[…] সংবাদ শিরোনামঃ কণ্ঠশিল্পী থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন আওয়ামীলীগ নেত্রী প্রকৌশলী ইসমত আরা করোনা আক্রান্ত;আইসিইউতে ভর্তি তারাবি ও জামাতে নামাজ আদায়ে নতুন নির্দেশনা আহমদ শফী হত্যা মামলায় মামুনুল হক সহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগ এর পৃথক দু’টি কার্যালয় উদ্বোধনঃনেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ইউএনও’র নিরাপত্তায় আবারও সশস্ত্র আনসার সদস্য বৃদ্ধি নাগরিক সেবায় একধাপ এগিয়ে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ গতবছরের আদলেই হতে যাচ্ছে লকডাউন […]
[…] সংবাদ শিরোনামঃ কণ্ঠশিল্পী থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন আওয়ামীলীগ নেত্রী প্রকৌশলী ইসমত আরা করোনা আক্রান্ত;আইসিইউতে ভর্তি তারাবি ও জামাতে নামাজ আদায়ে নতুন নির্দেশনা আহমদ শফী হত্যা মামলায় মামুনুল হক সহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগ এর পৃথক দু’টি কার্যালয় উদ্বোধনঃনেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ইউএনও’র নিরাপত্তায় আবারও সশস্ত্র আনসার সদস্য বৃদ্ধি নাগরিক সেবায় একধাপ এগিয়ে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ গতবছরের আদলেই হতে যাচ্ছে লকডাউন […]
[…] গত বছেরর আদলেই হচ্ছে লক ডাউন […]