Tuesday, September 10, 2024
HomeSportsক্যাপশন যখন "দারাজ বনাম পাকিস্তান"

ক্যাপশন যখন “দারাজ বনাম পাকিস্তান”

পা।কিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিজ্ঞাপনে ভরা বাংলাদেশ দলের নতুন জার্সি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল চলছে। ফেসবুকে অধিকাংশ ক্রিকেটপ্রেমী প্রশ্ন তুলেছেন, এবারের ম্যাচ কি ‘দারাজ বনাম পাকিস্তান’ হচ্ছে নাকি ‘বাংলাদেশ বনাম পাকিস্তান’।

এমন প্রশ্ন তোলার কারণও আছে। কেননা দুদলের জার্সি পাশাপাশি করলে বিষয়টি দৃশ্যত তেমনই দাঁড়ায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হয়েছে দু’দলের লড়াই। ম্যাচ শুরুর পর থেকেই ফেসবুক ‘দারাজ বনাম পাকিস্তান’ ক্যাপশনের ছবি ও পোস্টে একাকার হয়ে যায়। জার্সি জুড়ে স্পন্সর প্রতিষ্ঠানের নাম একাধিকবার বড় বড় করে লেখায় বাংলাদেশ লেখাটা যেন ক্ষীণ হয়ে গেছে।

এনিয়ে বিসিবির কঠোর সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা।

নতুন ডিজাইনে তৈরি এই জার্সির বুকের নিচের অংশটার পুরোটাই সবুজ। বুকের উপরে কিছুটা জায়গা লাল। এরপর গলার কাছাকাছি অংশে আবার সবুজ রঙ। সামনের অংশে বড় করে লেখা দারাজের নাম। এর নিচে রয়েছে বাংলাদেশের নাম। গলার কাছাকাছি অংশেও রয়েছে দারাজের নাম। বুকের বাম পাশে রয়েছে বিসিবির লোগো।

ফেসবুকে দুদলের জার্সি শেয়ার করে সাইফুল ইসলাম মাহাদী লিখেছেন, ‘‘দারাজ বনাম পাকিস্তান। আসলে জাতি হিসেবে আমরা কত নিচে নেমে যাচ্ছি। এগুলো ছোট ছোট উদাহরণ।টাকার জন্য নিজের দেশকেও বিকিয়ে দেওয়া হচ্ছে। মানে কি যে শুরু হইছে ক্রিকেট বোর্ডে।’’

আরাফ লিখেছেন, ‘‘এটা বাংলাদেশ জাতীয় দলের জার্সি নাকি দারাজ কোম্পানির অফিশিয়াল ড্রেসকোড? উপরে নিচে ডানে বামে শুধু দারাজ আর দারাজ বাংলাদেশটা কই? বিসিবির ফান্ডে এতো এতো টাকা থাকতে জার্সি এতো বিজ্ঞাপনে ভরা হয় ক্যামনে? বাংলাদেশকে যারা নিজ কোম্পানির নামের চেয়ে বেশি ফুটিয়ে জার্সি যারা দিতে পারবে তাদেরকেই স্পন্সর দেয়া হোক।’’

জার্সি নিয়ে ট্রলে যোগ দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘ভালো লেগেছে। দারাজ বনাম পাকিস্তান।’’

সাংবাদিক মানিক মুন্তাসির প্রশ্ন তুলেছেন, ‘‘মিরপুরে কি বাংলাদেশ জাতীয় দল খেলতেছে নাকি দারাজ নামক কোন ক্লাব খেলতেছে?’’

মনির হোসাইন ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘‘এইটা কিভাবে বাংলাদেশের জার্সি হয়। আমার তো মনে হচ্ছে এটা দারাজ এর জার্সি। বাঙালির আবেগ নিয়ে খেলছে বর্তমান বিসিবি। আর কতো টাকার দরকার এই বেহায়া ক্রিকেট কর্মকর্তাদের।’’

মোঃ তাওহিদুল ইসলামের মন্তব্য, ‘‘দারাজ বনাম পাকিস্তান খেলা শুরু হয়েছে। এবার দারাজের খেলা পথে পথে। যারা চেতনাকে ধারণ করে পাকিস্তানের পতাকা নিয়ে পুড়ে মরছেন তারা দারাজ দলটারে নিয়ে কিছু বলেন।’’

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!