Monday, September 9, 2024
HomeIslamicকুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন গোরকঘাটা মাদ্রাসার শিক্ষার্থী জায়েদ

কুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন গোরকঘাটা মাদ্রাসার শিক্ষার্থী জায়েদ

আ ন ম হাসানঃ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী জাকারিয়ার তত্ত্বাবধানে পরিচালিত এই প্রথম কুরআনের প্রতিভা, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কক্সবাজার জেলার অডিশন সম্পন্ন করা হয়েছে৷

দিনব্যাপী কুরআনের প্রতিভা, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কক্সবাজার জেলার ৯ উপজেলা থেকে প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।

০২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল নাগাদ পর্যন্ত শহরের লালদিঘী জামে মসজিদে দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদরাসার ব্যবস্থাপনায় এ অডিশন সম্পন্ন করা হয়।

প্রতিযোগিতায় জেলা থেকে আগত শতাধিক প্রতিযোগি থেকে সেরা ১৫ জন কে আসন্ন ঢাকা বায়তুল মোকররম জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়ে ইয়েস কার্ড প্রদান করা হয়৷

উল্লেখ্য, প্রতিযোগিতায় ইয়েস কার্ড পাওয়া সেরা ১৫ জনের মধ্যে মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া গোরকঘাটা (গোরকঘাটা মাদরাসার) শিক্ষার্থী আল জায়েদ একজন।

অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে, নগদ অর্থ, ক্রেস্ট ও পবিত্র কুরআন দিয়ে সম্মানিত করা হয়।

এসময় মুসল্লীদের উদ্দ্যেশ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ জাকারিয়া পবিত্র কুরআন থেকে সুরলিত কণ্ঠে তেলাওয়াত করে সবাই কে মুগ্ধ করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!