Upay বর্তমানে জনপ্রিয় একটি টাকা লেনদেন এর মাধ্যম। উপায় (Upay) এর মাধ্যমে আপনি বিকাশ, রকেট, নগদের মতই সহজে এবং দ্রুত টাকা পাঠাতে পারবেন। তাছাড়া আপনার পছন্দের বিভিন্ন অফার রিচার্জ করতে পারবেন। এছাড়াও উপায় এর অনেক উপায় রয়েছে। তো চলুন দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক।
কিভাবে Upay একাউন্ট খুলবেন?
– Upay একাউন্ট খুলার জন্য প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে প্লে স্টোরে চলে যান। সেখানে Upay লিখে সার্চ করলে United Commercial Bank এর তথ্যাবধানে একটি সফটওয়্যার দেখতে পাবেন। সফটওয়্যার টি ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। তারপর ইন্সটল করা হয়ে গেলে ওপেন করে নিন।
ওপেন করার পর নিচের ছবির মত একটি ছবি দেখতে পাবেন।
যেহেতু আপনি একেবারেই নতুন তাই নিচে Sign Up বাটনে ক্লিক করুন। তারপর Sign in করুন। আর যদি আপনার আগে থেকেই Sign up করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে Sign in করুন।
১. Sign Up করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বার দিন।
২. NID Card এর সাথে মিল রেখে আপনার নাম দিন।
৩. জন্ম তারিখ দিন।
৪. আপনার জাতীয় পরিচয় পত্র তথা NID Card এর নাম্বার দিন।
৫. এরপর NID Card এর সামনের অংশ এবং পিছনের অংশ দিন।
৬. আপনার জেন্ডার সিলেক্ট করুন।
৭. এরপর আপনার ইমেইল এড্রেস দিন।
৮. এরপর আপনার যদি রেফার আইডি থাকে তার নাম্বার দিন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই।
৯. এবার Continue তে ক্লিক করুন।
কন্টিনিউ তে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার OTP কোড যাবে। সেটি বসান।
যদি প্রথম বারেই না আসে তাহলে পুনরায় OTP পাঠান।
১০.এরপর OTP দেওয়া হয়ে গেলে কন্টিনিউ তে ক্লিক করুন।
Congratulations! সবকিছু ঠিকঠাক থাকলে আপনার একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে।
এবার আপনি আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড সেট করে লগইন করতে পারবেন।
পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে।
এরপর আপনার নাম্বারে আরও একটি ৬ সংখ্যার OTP(One Time Password) যাবে। সেটি দিয়ে ভিতরে পাসওয়ার্ড সেট করুন।
আপনার পাসওয়ার্ডটি অবশ্যই ৮ সংখ্যার হতে হবে এবং ছোট হাতের, বড় হাতের এবং সংখ্যা থাকতে হবে।
পাসওয়ার্ড সেট করার পর কন্টিনিউ তে ক্লিক করার পর নিচের ছবির মত একটি ছবি দেখতে পাবেন।
এই ছবিতে উল্লেখিত সব Terms & Conditions পড়ে Agree তে ক্লিক করুন। না পড়ে ক্লিক করলেও সমস্যা নাই।
এরপর ভিতরে প্রবেশ করলেই আপনি নিছের ছবির মত একটি ছবি দেখতে পাবেন।
সেখানে আপনার সিকিউরিটির জন্য তিনটি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিন।
প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে কন্টিনিউ তে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার হোম পেইজ ওপেন হয়ে গেছে। কিন্তু নিচে দেখা যাবে Your verification is pending. Call 16419 for details. এবং এটার পাশে একটা Verify বাটন দেখতে পাবেন।
সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলেই দেখবেন Not Verified.
আপনার এই একাউন্টটি ভেরিফাই হতে ৩-৫ কর্ম দিবস সময় নিবে। তারপর আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে।
উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে ব্যাংক একাউন্ট দেওয়ার অপশন পাবেন। সেখানে আপনার ব্যাংক একাউন্টটি দিয়ে দিবেন।
ব্যাংক একাউন্ট দেওয়ার জন্য Add Bank Account এ ক্লিক করলে নিচে প্লাস বা যোগ চিহ্ন দেখতে পাবেন। যোগ চিহ্ন তে ক্লিক করার পরে-
১. আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিবেন।
২. এরপর ব্যাংক এর নাম সিলেক্ট করবেন।
৩. এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবেন।
৪. আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নিবেন।
এরপর কন্টিনিউ তে ক্লিক করলে আপনার ব্যাংক একাউন্টটি ভেরিফাই করার অপশন আসবে।
ভেরিফাই করার জন্য Upay থেকে আপনার একাউন্টে কিছু টাকা পাঠাবে। এরপর ভেরিফাই বাটনে ক্লিক করে পরের পেইজে Enter Amount এ সেই এমাউন্ট গুলো লিখুন।
এরপর কন্টিনিউ তে ক্লিক করলে আপনার ব্যাংক একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
Upay এর মাধ্যমে আপনি টাকা পাঠানোর জন্য Scan করতে পারবেন। মোবাইল রিচার্জ করতে পারবেন। কার্ড থেকে বা ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। এছাড়া সেন্ড মানি করতে পারবেন। বিভিন্ন ব্যাংক থেকে ফান্ড নিয়ে আসতে পারবেন এবং ATM এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একাউন্ট খোলা নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ। সে পর্যন্ত ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।