স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১”এ ভূষিত হয়েছেন কক্সবাজারের তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হেলাল উদ্দিন৷
২৭ নভেম্বর (শনিবার) রাজধানী ঢাকায় আঞ্চলিক ভাষা ও বাঙালী সংস্কৃতি জাতীয় পরিষদের পক্ষ থেকে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গ্রামীণ শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে এই গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷
সূত্রে জানা যায়, শিক্ষানুরাগী মাওলানা হেলাল উদ্দিন দীর্ঘ কয়েক বছর যাবৎ তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঐতিহ্যবাহী তেতৈয়া দারুল হুফফাজ হেফজখানা ও তেতৈয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বৃহৎ পুরস্কারে ভূষিত হওয়ায় তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী বদিউল আলম সোহাগ বলেন, গুটি গুটি পা পা করে খেয়ে না খেয়ে হুজুর অনেক পরিশ্রম করে আজকে এমপিওভুক্ত করেছেন। সুশিক্ষা শিক্ষা প্রধানে হুজুরের অবদান খুব বেশি তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। সকল সম্মানিত শিক্ষক মহোদয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
এতে এলাকায় খুশির বন্যা বয়ে গেছে। প্রশংসায় ভাসছেন মাওলানা হেলাল উদ্দিন৷