Tuesday, September 10, 2024
HomeNewsকরোনায় নতুন মৃত্যু বেড়েছে

করোনায় নতুন মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২৯ হাজার ৯১৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১১ জন। এ নিয়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনে।

আজ শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯০ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। ২৪ ঘন্টায় ৯ হাজার ৫৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৫৮০ টি নমুনা। পরীক্ষার বিপরিতে শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে খুলনা ও রাজশাহীতে একজন করে এবং ঢাকায় ৫ জন করে মোট ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!