কবিতাঃ
ব্যাস্ত দেখায় এই শহর-নগর,
ব্যাস্ত দেখায় প্রত্যেক মানুষ,
তবে,ব্যাস্ত দেখায় না তোমার কবিতা।
এইটা তারারই হৃদ-গৃহের কথা।
আমি তোমার কবিতার প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি, তোমার কবিতার ছন্দের,
প্রেমে পড়েছি, তোমার কবিতার মাধুর্যতার।
আমায় এই কবিতা সিক্ত করেছে,
কাটিয়েছে সকল অবসন্নতা।
নিষ্ঠুর এই পৃথিবী,
নিষ্ঠুর পৃথিবীর মানুষ গুলো।
তবে,
নিষ্ঠুর নয় তোমার এই কবিতার লাইন।
এইটা তারারই মুখের বচন।
আমি তোমার কবিতার প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি, কবিতার সেই অমলিন পঙক্তির,
প্রেমে পড়েছি, কবিতার উৎসুক ভাবের।
এই কবিতা আমার সকল বিরক্তি কাটিয়েছে,
হৃদয়ে ফুটিয়েছে হাজারো মুগ্ধতা।
জীর্ণ-শীর্ণ এই দেশ-দুনিয়া,
পৈশাচিক মস্তিষ্কের, বিবেকহীন,
এই দেশ-দুনিয়ার মানুষ গুলো।
তবে,
নিকৃষ্ট নয় তোমার এই কবিতা।
এইটা তারারই মুখের কথা।
আমি তোমার কবিতার প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি, কবিতার রসবোধের,
প্রেমে পড়েছি, কবিতার প্রতিটি চয়নের।
এই কবিতা সকল হীনতা-দীনতার পরশ ভুলিয়ে দেয়।
ভুলিয়ে দেয় আমার সকল লেলিহান-লালসা।