হেমন্ত কাল বিদায় নিল, এবার শীতের পালা; শীত যেন আমাদের কাছে, বেণি সুতার মালা।
শীত এলো শীত এলো, পড়ে গেলো রে ধুম; পাখির ডাকে সকাল বেলায়, ভেঙ্গে যায় ঘুম।
শীতের দিনে কুয়াশায়, ভিজে থাকে ঘাস; হিমেল হাওয়া বইতে থাকে অবিলাস।
শীতের দিনে খেজুর গাছে, বাঁধা থাকে হাড়ি; রসে রসে টাইটুম্বর, হাড়ি যায় ভরি।
মাঘ মাসের শীতে কাঁপে, বাংলার বুড়া বুড়ি; দুষ্টমি করে একবার করেছিলাম, খেজুরের রস চুরি।
শীত কালে পরে ভাই, হাড় ভাঙ্গা শীত; উপভোগ করে বাংলার মানুষ, লালন আর লোক সংগীত।
শীতের দিনে সূর্য মামা, উঁকি দিয়ে হাসে; সবাই মিলে রোদ পোহায়, বাড়ির উঠানে বসে।
শীতের দিনের আনন্দ, ভুলার মতো নয়; শীতের দিনে গোসল করতে, লাগে অনেক ভয়।
শীতের দিনে দেখা যায়, অতিথি পাখি; মনের সুখে উরে তারা, করে ডাকাডাকি।
শীতের দিনে বিয়ের উৎসব, ধুম পড়ে যায়; নব বধূ বধূ রুপে, স্বামীর বাড়ি যায়।
শীতের দিনে মনে পরে, মামা বাড়ির কথা; যাইতাম আগে খাইতাম, নানা রঙ্গের পিঠা।
শীতের দিনে খেতে মজা, পিঠা পুলি পায়েস; মন তো শুধু চায়রে আমার, আরাম আর আয়েস।
[…] কৃষিবিদ হল কৃষকের শত সংগ্রামের সঙ্গি, […]
[…] বিশাল ধরিত্রীর সংকীর্ণ কোণে, […]
[…] বিশাল ধরিত্রীর সংকীর্ণ কোণে, […]