Monday, September 9, 2024
HomeNewsওসি'র লাইভ দেখে অনুপ্রেরণা;চিকিৎসা সহায়তায় এক লক্ষ টাকা অনুদান

ওসি’র লাইভ দেখে অনুপ্রেরণা;চিকিৎসা সহায়তায় এক লক্ষ টাকা অনুদান

কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামের বাসিন্দা জসিম। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য নেই।তার এ চিকিৎসার বিষয় টি নজরে আসলে গত ১১ মার্চ চিকিৎসার জন্যে সহায়তা চেয়ে ফেসবুক লাইভে আসেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই।ওসি মহেশখালীর লাইভ দেখে অনুপ্রানিত হয়ে তার চিকিৎসার জন্য কালারমারছড়া এলাকার সৌদি প্রবাসী কবির ওসি মহেশখালী বরাবরে নগদ ১,০০০০০(এক লক্ষ) টাকা অনুদান দেন।ওসি মহেশখালীর লাইভ দেখে অনুপ্রানিত হয়ে তার চিকিৎসার জন্য কালারমারছড়া এলাকার সৌদি প্রবাসী কবির ওসি মহেশখালী বরাবরে নগদ ১,০০০০০(এক লক্ষ) টাকা অনুদান দেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!