ইশরাত মুহাম্মদ শাহ জাহান, মহেশখালীঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হেফজ পড়ুয়া এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।
১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মহেশখালী ডিজিটাল আইল্যান্ড সেন্টার মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এসময় মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মীর কাসেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।