HomeSportsএকাদশে ফিরছেন সাকিব

একাদশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ

চলতি মৌসুমে আইপিএলের শুরু থেকে সাকিব কলকাতার একাদশে নিয়মিত খেলেছেন।

প্রথম তিন ম্যাচে ৩৮ রান ও ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু পারফরম্যান্স সন্তোষজনক না হওয়াতে সংযুক্ত আরব আমিরাতে একটি ম্যাচেও জায়গা পাননি। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে হারের পর সাকিবকে একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

আজ ৩ (অক্টোবর) রবিবার ৯ ম্যাচ পর হয়তো সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেই দেখা যেতে পারে সাকিবকে।

বাংলাদেশ সময় আজ রবিবার রাত ৮টায় দুবাইয়ে হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা। কলকাতার জন্য ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ।

কেননা ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে তারা। তাদের মতো প্লে-অফ খেলার লড়াইতে আছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সও।

মানে চার দলেরই সমান সুযোগ আছে। সবমিলিয়ে তাই কলকাতার জন্য আজকের ম্যাচটা একটু বেশিই গুরুত্বপূর্ণ।

পাঞ্জাবের বিপক্ষে সাকিবকে না দেখে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়াও বিস্মিত হন। তিনি নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানকে বাদ দেওয়ার কথাও বলেছেন!

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের বাজে ফর্মের কারণেই তাকে কলকাতার ‘টানা’ উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে শেষ দুই ম্যাচে সাকিবকে একাদশে দেখা যাবে কি না এমন প্রশ্নে ম্যাককালাম বলেছেন, ‘নির্বাচনের কথা বললে সাকিব সব সময়ই বিবেচনায় থাকে, কারণ তার সামর্থ্য। বাঁহাতের অর্থোডক্স বল করার ক্ষমতা এবং তার ব্যাটিং। সম্ভবত তাকে ৩ নম্বরে ব্যাটিং করানোও যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি পরবর্তী ম্যাচেও তাকে বিবেচনায় আনা হবে।’

Related News

Popular News

error: Content is protected !!