Monday, September 9, 2024
HomeEducationএইচএসসি ২১ এর ফলাফল আগামীকালঃ প্রস্তুত হবে যেভাবে

এইচএসসি ২১ এর ফলাফল আগামীকালঃ প্রস্তুত হবে যেভাবে

এইচএসসি এর ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। রোববার ১৩ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা – ইন – কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

মোবাইল এসএমএস ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

ফলাফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন 

মোবাইল এসএমস এর মাধ্যমে ফলাফল দেখতে চাইলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

  • প্রথমে যে কোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC
  • এরপর টাইপ করুন আপনার বোর্ডের ইংরেজি বড় হাতের প্রথম তিনটি অক্ষর। (DHA= DHAKA, COM= COMILLA, CHI = CHITTAGONG, BAR = BARISAL, JES = JESSORE, DIN = DINAJPUR, MAD = MADRASHA, TEC = TECHNICAL)
  • এরপর স্পেস দিয়ে আপনার রোল নম্বর দিন।
  • এবার একটি স্পেস দিয়ে আপনার পরিক্ষার সাল লেখুন।
  • এবার মেসেজটি পাঠিয়ে দিন 16222

উদাহরণঃ HSC<space>CHI<space>654321<space>2021 এবার 16222 তে পাঠিয়ে দিন।

এইচএসসি ২১ এর ফলাফল প্রস্তুত হবে যেভাবে:

(১) বাংলা, ইংরেজি এবং আইসিটি এর ক্ষেত্রে:

এসএসসি মার্কের ৭৫% এবং জেএসসি মার্কের ২৫% নেওয়া হবে। মনে করো তুমি এসএসসি তে বাংলায় পেয়েছো ৮৫। এখন ৮৫ এর ৭৫% = ( ৮৫*৭৫ ) / ১০০ =৬৩.৭৫।

এখন মনে করো তুমি জেএসসি তে বাংলায় পেয়েছো ৭৫ তাহলে ৭৫ এর ২৫% =(৭৫*২৫)/১০০= ১৮.৭৫ টোটাল = ৬৩.৭৫+১৮.৭৫ = ৮২.৫ অর্থাৎ এইচএসসি তে তোমার বাংলায় জিপিএ আসবে ৫.০০।

(২) চতুর্থ বিষয়ের ক্ষেত্রে:

*এসএসসি উচ্চতর গণিত/জীববিজ্ঞান (যার যেটা ছিলো) এর ৭৫% + (জেএসসি সাধারণ গণিত+সাধারণ বিজ্ঞান ) / ২ এর ২৫%

*কৃষি ও অন্যান্যা বিষয়ের ক্ষেত্রে এসএসসি অপশনাল জিপিএ = এইচএসসি অপশনাল জিপিএ।

মনে করো তোমার এইচএসসিতে চতুর্থ বিষয় উচ্চতর গণিত এবং এসএসসিতেও উচ্চতর গণিত ছিলো।এবং এসএসসি উচ্চতর গণিতে তোমার মার্ক ছিলো ৭৪ এখন ৭৪ এর ৭৫% = (৭৪*৭৫) / ১০০ = ৫৫.৫।

এখন মনে করো জেসএসসি বিজ্ঞানে তোমার মার্ক ছিলো ৬৫ এবং গণিতে মার্ক ছিলো ৫৭। ২ বিষয়ের মার্ক যদি যোগ করি তাহলে হবে।

৬৫ + ৫৭ = ১২২, একে ২ দিয়ে ভাগ করলে পাই ৬১ মার্ক। এখন ৬১ এর ২৫% = ( ৬১*২৫ ) / ১০০ = ১৫.২৫ টোটাল মার্ক = ৫৫.৫ + ১৫.২৫ = ৭০.৭৫ অর্থাৎ উচ্চতর গণিতে তোমার জিপিএ আসবে ৪.০০।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!