Tuesday, December 10, 2024
HomeNewsBangladeshউইংস মেধাবৃত্তি -২০২১ সংক্রান্ত জরুরি ঘোষণা

উইংস মেধাবৃত্তি -২০২১ সংক্রান্ত জরুরি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তিঃ এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উইংসের উপদেষ্টা মণ্ডলীগণের পরামর্শক্রমে ও উইংসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিবারের ন্যায় এইবারও উইংসের পক্ষ থেকে আগামী ২৫শে ডিসেম্বর ২০২১ইং রোজ শনিবার ৫ম বারের মতো “উইংস মেধাবৃত্তি – ২০২১” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিবারের মতো এইবারও ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মহেশখালীস্থ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আগামী ১লা নভেম্বর ২০২১ইং থেকে সকল বিদ্যালয়ে (স্ব স্ব বিদ্যালয়ে) বৃত্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে।

এইবারের বৃত্তি পরীক্ষাটি ২ টি শিফটে আয়োজিত হবে। সকাল ১০ ঘটিকায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি এবং দুপুর ১ঃ৩০ ঘটিকায় ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা।

বৃত্তি পরীক্ষার তারিখঃ ২৫শে ডিসেম্বর ২০২১ইং

ফরম ফিঃ ১০০ (একশত) টাকা।

ফরম জমাদানের শেষ সময়ঃ ১০ই নভেম্বর ২০২১ইং

বৃত্তি পরীক্ষার কেন্দ্রঃ বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়।

বিঃদ্রঃ ১০ই নভেম্বর ২০২১ইং এর মধ্যে অবশ্যই ফরম পূর্ণাঙ্গভাবে পূরণ করে স্ব স্ব বিদ্যালয়ে জমা দিতে হবে। এ বিষয়ে সম্মানিত সকল শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রয়োজনেঃ
০১৮১৮ – ১৮ ৯৯ ৬৮ (সভাপতি)
০১৮৫৯ – ৫১ ৩৩ ৬৯ (সাধারণ সম্পাদক)

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!