Tuesday, September 10, 2024
HomeNewsউইংসঃ জাতীয় শোক দিবস; অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উইংসঃ জাতীয় শোক দিবস; অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বার্তা পরিবেশকঃ

১৫ আগস্ট ইতিহাসের অন্ধকারতম অধ্যায়। ১৫ আগস্ট বাঙ্গালী জাতির জন্য জাতীয় শোকের দিন। পঁচাত্তরের ১৫ আগস্টের এই দিনে যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত।

বাঙালি জাতির শোকের সে দিনটিকে স্মরণ করতে ঢাকাস্থ মহেশখালীর ছাত্রদের সংগঠন “উইংস” আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী অনলাইন “চিত্রাঙ্কন প্রতিযোগিতা”।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মহেশখালীর যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা।

চিত্রাঙ্কনের বিষয়:
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

প্রতিযোগিতার নিয়মাবলিঃ

১. অংশগ্রহণকারী –
চিত্রাঙ্কনের একটি স্পষ্ট ছবি ও অঙ্কনের সময়ের ৩০ সেকেন্ড বা সর্বোচ্চ ১ মিনিটের একটি ভিডিও ধারণ করবে।

২. অংশগ্রহনকারীকে –
চিত্রাঙ্কন ছবির উপরিভাগে নিজের (শিক্ষার্থী) নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, অভিভাবকের নাম ও মোবাইল নং উল্লেখ করতে হবে।

৩. অংশগ্রহণকারী –
চিত্রাঙ্কনের সময় ধারণকৃত ভিডিও এবং চিত্রাঙ্কনের স্পষ্ট ছবি – নিচের ৩ টি মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করতে পারবেন,
হোয়াটস অ্যাপ – ( ০১৮৫৯-৫১ ৩৩ ৬৯ ) এ মেসেজ অথবা Wings Moheshkhali Dhaka এই ফেইসবুক আইডি তে মেসেজ অথবা wings.official.16@gmail.com এই মেইলে এ ইমেইল করে।

চিত্রাঙ্কন ও ভিডিও পাঠানোর শেষ সময় আগামী ২১শে আগস্ট ২০২১ ইং।

প্রতি শ্রেণি থেকে ৩ জন করে মোট ৯ জন সেরা প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হবে।

বিঃদ্রঃ প্রতিযোগিতার ফলাফল ২৯শে আগস্ট ২০২১ ইং তারিখে Wings Moheshkhali Dhaka (অফিসিয়াল ফেইসবুক আইডি) ও WINGS (অফিসিয়াল ফেইসবুক পেইজ) এ প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন:
০১৮১৮-১৮ ৯৯ ৬৮ (সভাপতি, উইংস)
০১৮৫৯-৫১ ৩৩ ৬৯ (সাধারণ সম্পাদক, উইংস)

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!