বার্তা পরিবেশকঃ
বাংলাদেশ ইসলামী যুবসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
২০ আগষ্ট (শুক্রবার) মাতারবাড়ী পুরান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী যুবসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখা র এ কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়।
এতে হাফেজ মোহাম্মদ সালাহ উদ্দীন কে সভাপতি, কামরুল ইসলাম আজাদ কে সাধারণ সম্পাদক এবং হাফেজ আতিকুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
হাফেজ মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি শেফাত উল্লাহ’র সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ সালাহ উদ্দীন খালেদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট মহেশখালী উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা দলিলুর রহমান আল কাদেরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার উত্তর জেলা শাখার সদস্য সচিব আব্দুল হাকিম।
উক্ত কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট মহেশখালী উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত মাতারবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ও তৈয়্যবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন আল কাদেরী, তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আজম, বাংলাদেশ ইসলামী যুবসেনা মহেশখালী উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উল্লাহ ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার সহ সাধারন সম্পাদক এন.এম. মোশারফ আলী।
জেলা প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল ছোটন, উপজেলা (উত্তর) শাখার সাবেক সভাপতি ডাঃ মুহাম্মদ ফারুক আজম, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক আতিক রেজা কাদেরী, সহ সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ছোটন, সহ সাংগঠনিক সম্পাদক তাবিদ বিন হোছাইন, দাওয়া বিষয়ক সম্পাদক ইয়ামলিহা বিন হোছাইন সহ প্রমুখ।