We are here to serve underprivileged এই মূলমন্ত্র নিয়ে গড়ে উঠা আস্থা ফাউন্ডেশন গতকাল ৪ঠা জানুয়ারি বুধবার আস্থা ফাউন্ডেশনের নিজস্ব অফিসে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবার সহকারী পরিচালক জনাব আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
সংস্থাটির সাধারণ সদস্য মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সদস্যরা সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এই সময় অথিতিদের সম্মুখে সংগঠনের কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন তুলে ধরেন সংগঠনের সাধারন সদস্য শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আগত অতিথিরা উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপিত হয়।
আস্থা ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব ইয়াছিন আরফাত উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।