Thursday, October 10, 2024
HomeNewsকক্সবাজার 'ডিস্ট্রিক্ট এডিটর' নিয়োগ পেলেন কবি জাহেদ সরওয়ার

কক্সবাজার ‘ডিস্ট্রিক্ট এডিটর’ নিয়োগ পেলেন কবি জাহেদ সরওয়ার

আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপ তথা ‘আমাদের নতুন সময়’ ‘আমাদের অর্থনীতি’ ইংরেজি দৈনিক ‘আওয়ার টাইম’ ও আমাদের সময় ডটকম পত্রিকার সমন্বিত কক্সবাজার ‘ডিস্ট্রিক্ট এডিটর’ হিসাবে নিয়োগ পেলেন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কৃতি সন্তান কবি জাহেদ সরওয়ার।

কক্সবাজার জেলায় এই চারটি পত্রিকার প্রতিনিধিদের সাথে সমন্বয় করে পত্রিকাগুলোর সংবাদ, বিজ্ঞাপন, মান,সেবা ও যোগাযোগ কিভাবে আরো সহজ,বিকশিত করা যায় সেটা নিয়ে কাজ করবেন তিনি। এ ব্যাপারে আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের সম্পাদক নাঈমুল ইসলাম খান সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য জাহেদ সরওয়ার একজন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক। তিনি এর আগে আজকের কাগজ, আমাদের সময়, ঢাকাটাইমস,সাপ্তাহিক এইসময় পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। তিনি কবিতা গল্প প্রবন্ধ মিলিয়ে প্রায় ১৫ টি বইয়ের লেখক।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!